টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) পুরস্কার জিতেছেন সর্বকালের সেরা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করার সুবাদেই এ সম্মান অর্জন করেন তিনি। এমএলএস ইতিহাসে টানা দুই বছর এমভিপি জেতা এটি প্রথম ঘটনা। আর ১৯৯৭ ও ২০০৩ সালে প্রেকির
পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুইবার এমভিপি জিতলেন মেসি।৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে ছিলেন অবিচ্ছেদ্য অংশ, চলতি লিগ মৌসুমে করেছিলেন ২৯ গোল এবং সহায়তা করেছিলেন আরও ১৯টিতে-যার ফলে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট।
মেসি ইন্টার মায়ামির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। একই সঙ্গে তিনি এমএলএস ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লিগের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন-২০১৫ সালের টরোন্টোর সেবাস্টিয়ান জিওভিনকোর পর এবার মেসি। প্লে-অফেও ছিলেন সমান দাপুটে; ছয় গোল ও নয়টি অ্যাসিস্ট করেন। ফাইনালে ভ্যাঙ্কুভারকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। ওই ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্টের জন্য মেসিকে দেওয়া হয় এমএলএস কাপ এমভিপি পুরস্কার।
দক্ষিণ আমেরিকান এই মহাতারকার ট্রফির সংগ্রহশালা দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে। তার ঝুলিতে রয়েছে রেকর্ড আটটি ব্যালন ডি’অর, তিনটি ফিফা মেনস বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, দুটি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল। এছাড়া তিনি জিতেছেন তিনটি উয়েফা মেনস প্লেয়ার অব দ্য ইয়ার, ছয়বার ইউরোপিয়ান গোল্ডেন সু, ছয়বার লা লিগার সেরা খেলোয়াড় এবং আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রেকর্ড ১৫ বার।
২ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
