Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুমিল্লা বিভাগ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: ইবনে তাইমিয়া স্কুলকে হারিয়ে কুমিল্লা মডার্ন স্কুল চ্যাম্পিয়ন

রাসেল সোহেল:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলায় ইবনে তাইমিয়ি স্কুল এন্ড কলেজকে হারিয়ে কুমিল্লা মর্ডান স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।


কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার  (১৪ ফেব্রুয়ারি) কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে

এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।


প্রথমে টসে জিতে কুমিল্লা মর্ডান হাই স্কুল ব্যাটিং করতে নেমে ৩৯.২ওভারে ১৭২ রান করে। দলের পক্ষে ৭৩ বলে সর্বোচ্চ ৬২ রান করেন রোহিত।


জবাবে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ  ৩০ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায়।


১০৪ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের খেলোয়াড় সামিউল সিফাত। ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের শাকরান।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।


কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল,  কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ছাত্র সমন্বয়ক মাহির তাজওয়ার ওহি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব ইবাদ, ৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ইমতিয়াজ সরকার নিপু, সাবেক ক্রিকেটার ফখরুল আলম উল্লাস, ক্রীড়া সংগঠক তিতাস, রাজিদ ও জহির।

৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন