Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

কুমিল্লা বিভাগ

কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি, কুমিল্লার উদ্যোগে জমকালো ফুটবল খেলার আয়োজন

স্টাফ রিপোর্টার:
৫ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন  আহ্বায়ক কমিটি, কুমিল্লা অফিসের  উদ্যোগে “টার্ফ গ্রাউন্ডে” এক জমকালো  ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ঃ৫০ মিনিটে  ফ্লাড লাইটে এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে।


এর আগে বিকাল সাড়ে ৫ টা  থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত কুমিল্লা অফিসে সকল সদস্যদের উপস্থিতিতে চা চক্র/ আড্ডায় মজে সবাই।


রাত 

৮.৫০ মিনিটে এস কে স্পোর্টস এরিনায় খেলা শুরু হয়।


এর আগে চার দলের প্লেয়াররা ফটোসেশনে অংশগ্রহণ করেন। 


টিম-এ দলের অধিনায়ক ছিলেন ৯৪ ব্যাচের সাইফুল আলম বাবু। এ টিমের অন্য  প্লেয়াররা হলেন ৮০ ব্যাচের শরিফ, ১১ ব্যাচের সাদ, ৯৪ ব্যাচের তারেক, ৭৫ ব্যাচের হেলাল, ৯০ ব্যাচের উল্লাস,  ৯৩ ব্যাচের টিটু ও ৮৯ ব্যাচের রবিন। 


টিম-বি দলের অধিনায়ক ছিলেন ৯০ ব্যাচের মশিউর । এ দলের অন্য প্লেয়াররা হলেন ১৮ ব্যাচের দাইয়ান, ০১ ব্যাচের নাভিন, ৮৯ ব্যাচের ছোটন, ০৮ ব্যাচের ইভান, ৮৬ ব্যাচের মোজাম্মেল, ৭৭ ব্যাচের মুকিম ও ০২ ব্যাচের রূপক।


টিম-সি দলের অধিনায়ক ছিলেন ৯১ ব্যাচের মানিক। এ টিমের অন্য প্লেয়াররা হলেন ৯৭ ব্যাচের মনা ও সালমান সাঈদ, ৯৪ ব্যাচের মেহেদী ও শিপন,  ২০০০ ব্যাচের ইমতিয়াজ আহমেদ জিতু, ০৬ ব্যাচের মুহিন১৩ ব্যাচের শাওন, ৮২ ব্যাচের মিজান। 


এবং টিম- ডি এর  অধিনায়ক ছিলেন ৮৪  ব্যাচের কামাল। এ টিমের অন্য প্লেয়াররা হলেন ৯১ ব্যাচের লেনিন, ৯৫  ব্যাচের আরিফ, ৭৭ ব্যাচের তপন, ২৫ ব্যাচের রাহিন, ৯৭ ব্যাচের ফটিক, ৯৫ ব্যাচের অপু ও রাসেল।


প্রথম খেলায় টিম- এ  ও টিম - বি মুখোমুখি হয়। এ খেলায় ৮৯ ব্যাচের রবিনের গোলে  টিম- এ ১-০ গোলে টিম- বিকে হারায়। পরের ম্যাচ টিম- সি ও টিম - ডি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। পরের টাই-ব্রেকারে টিম - ডি জয়লাভ করে। 


ফাইনালে টিম- এ ও টিম- ডি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। পরের টাই-ব্রেকারে টিম - ডি চ্যাম্পিয়ন হয়। 


খেলা শেষে সব দলের প্লেয়ারদের অংশগ্রহণ ডিনার পার্টির আয়োজন করা হয়। পরে কেক কেটে দিনটি স্মরণীয় করে রাখা হয়। 


এ সময় কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ শামীম, বাংলাদেশ ব্রোকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট  সাইফুল ইসলাম মান্টু, সিডিপ্যাথ হাসপাতালের পরিচালক ডাক্তার রেজাউল আলম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল। 


খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাধব বণিক ও মাহবুবুল আলম চপল।

৫ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন