Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

কুমিল্লা সিটির উপ-নির্বাচনে ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ

স্টাফ রিপোর্টার:
১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপ-নির্বাচনে মোট ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। বৈধ ভোট দিয়েছেন ৯৪ হাজার ১১৫ জন ভোটার। ভোট বাতিল হয়নি একটিও। 


শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।


নির্বাচনে ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে মনিরুল হক সাক্কুকে

পরাজিত করে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন তাহসিন বাহার সূচনা। তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক দুইবারের মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। 

অপর দুই প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।


শনিবার সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিটির মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে ৯৪ হাজার ১১৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৩৮ দশমিক ৮২ শতাংশ। বিজয়ী প্রার্থী তাহসিন বাহার সূচনাকে রোববার ১১টার দিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

১১ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন