Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

লিড নিউজ

কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
১৮ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লার দাউদকান্দি  উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) রাতে  রাজধানীর গুলশান এলাকা থেকে  দাউদকান্দি থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল  থানার ওসি জুনায়েত চৌধুরী । 


৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি

সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে  সক্রিয় হয়েছেন।


সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়ার  ছেলে মোহাম্মদ আলী সুমন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, রিফাত ও বাবু হত্যা মামলার প্রধান আসামি। আজ সোমবার সকালে  আদালতে প্রেরণ করা হয়েছে। 

১৮ দিন আগে শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন