Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে হত্যা, মরদেহ নিয়ে গেল বিএসএফ

স্টাফ রিপোর্টার:
৬ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলির পর বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে।


সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুর সীমান্তের কাছে ভারতের ভেতরে এই ঘটনা ঘটে। বিষয়টি গভীর রাতে জানাজানি হয়।


স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যায় সীমান্ত এলাকায়

গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, সেটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তের কাছাকাছি। সেখানে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া গ্রামের ইঁদু মিয়ার ছেলে।


ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে বিএসএফ ওই যুবকের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।


১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। তবে এখনো স্পষ্ট নয়, ওই যুবক সীমান্তে কীভাবে গেলেন বা কেন সেখানে ছিলেন। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

৬ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন