কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনতন্ত্রের খসড়া নিয়ে শিক্ষার্থীদের মতামত দেওয়ার সময়সীমা আজ রাত ১২টায় শেষ হচ্ছে। সময়সীমা শেষে আর কোনো শিক্ষার্থী মতামত পাঠাতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২৯ অক্টোবর কুকসুর গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করে প্রশাসন। খসড়া প্রকাশের পর পাঁচ কার্যদিবসের মধ্যে coucsu@cou.ac.bd ঠিকানায় মতামত পাঠানোর আহ্বান জানানো
হয়। সে পাঁচ দিনের সময়সীমা শেষ হচ্ছে আজ।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মতামত বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী খসড়ায় সংশোধন আনা হবে। এরপর চূড়ান্ত গঠনতন্ত্র অনুমোদনের জন্য উপাচার্যের কাছে পাঠানো হবে। তারপর সিন্ডিকেটে উঠবে।
খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের ১৯টি এবং হল সংসদের ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদের সভাপতি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
হল সংসদে প্রাধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি এবং আবাসিক শিক্ষক বা হাউস টিউটর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন। বাকি ৯টি পদে শিক্ষার্থীরা সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন।
প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীকে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ২৮ বছর এবং প্রার্থিতা নিশ্চিত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সান্ধ্যকালীন, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সের শিক্ষার্থীরা নির্বাচন করতে পারবেন না।
গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “আজ মতামত দেওয়ার পাঁচ কার্যদিবস শেষ হবে। আজ আমরা মেইলগুলো নামিয়েছি। দুই একদিনের মধ্যে মিটিং করে প্রয়োজনে সংশোধন করা হবে। এরপর উপাচার্যের কাছে হস্তান্তর করা হবে। আশা করছি তেমন কোনো জটিলতা হবে না।”
কমিটির অন্য সদস্যরা হলেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার, সহযোগী অধ্যাপক মো. হারুন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।
৯ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
