Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষা

কুবিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

কুবি প্রতিনিধি:
১৭ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
# ফাইল ফটো


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারী ও তরুণীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুখ ও মুখোশ’। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়।


অনুষ্ঠানটির বাস্তবায়নে সহযোগী সংগঠন হিসেবে কাজ করে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট, আর একাডেমিক সহযোগী হিসেবে

যুক্ত ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। নাটকটি প্রযোজনা করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।


‘মুখ ও মুখোশ’ নাটকটি রচনা করেছেন আমেনা আক্তার এবং নির্দেশনা দিয়েছেন রাকিন খান। নাটকের গল্পে অনলাইনে সাইবার বুলিং ও নারী হয়রানির বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়। এর মাধ্যমে দর্শকদের মধ্যে ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়।


থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ও নাটকের নির্দেশক রাকিন খান বলেন, “আমাদের নাটকটি ছিল অনলাইনে সাইবার বুলিং নিয়ে জনসচেতনতামূলক একটি প্রচেষ্টা। কেউ যদি সাইবার বুলিংয়ের শিকার হয়, সে যেন আইনি প্রতিকার আদায় করতে পারে—এই বার্তাই আমরা দিতে চেয়েছি। অনলাইনে যখন কেউ নিজের মতাদর্শ প্রকাশ করে, তখন ভিন্ন মতাদর্শের মানুষেরা তাকে বুলিং করে; এই প্রবণতা রোধে সচেতনতার দিকটিই নাটকে তুলে ধরা হয়েছে।”

১৭ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন