Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষা

কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

কুবি প্রতিনিধি:
১৬ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মঙ্গলবার (২৮ অক্টোবরের) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট

অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উসকানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।"


বিজ্ঞপ্তির সঙ্গে জুলাই-আগস্ট আন্দোলনের তদন্তে গঠিত কমিটির চতুর্থ সভার কার্যবিবরণীর এক পাতার অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।


এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "আমি তথ্যের আহ্বান করেছি, যখন এভিডেন্স আমার হাতে আসবে তখন কমিটি করে পরবর্তী সিদ্ধান্ত যাবে, তখন বিষয়টি দেখা যাবে।"


উল্লেখ্য, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৬ দিন আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন