Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

লিড নিউজ

কুবি শিক্ষার্থী-হত্যা: সংবাদ সম্মেলন পেছানোয় শিক্ষার্থীদের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

কুবি প্রতিনিধি:
১৩ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা আক্তার ফাতেমাকে হত্যার ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে দুপুর ২টায় নেওয়া হয়। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীরা পুলিশ

সুপারের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তাঁদের মুখে শোনা যায়— “প্রশাসন না মুলা? মুলা, মুলা" আমার বোন কবরে, খুনি কেনো বাহিরে”, “ধিক্কার ধিক্কার, প্রশাসন ধিক্কার”, “প্রশাসন কি করে, আমার বোন কবরে” ইত্যাদি শ্লোগান।


এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, “আমরা বারবার প্রশাসনকে অনুরোধ করেছি, দ্রুত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করতে। কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সন্তোষজনক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। সংবাদ সম্মেলন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। আমরা চাই, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।”


এ বিষয়ে জানতে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনকে একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।

১৩ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন