Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষা

কুবির নতুন হলের নাম ‘শহীদ আব্দুল কাইয়ুম হল’, নাম পরিবর্তন দুই হলের

আব্দুল্লাহ আল মামুন, কুবি:
৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আবাসিক হলের নামকরণ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাইয়ুমের স্মৃতিকে স্মরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের দুটি হলের নামও পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট

সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।


বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ‘ছাত্র হল-০১’ এর নামকরণ করা হয়েছে ‘শহীদ আব্দুল কাইয়ুম হল’। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বিজয় ২৪' এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘বিপ্লবী সুনীতি-শান্তি হল’ রাখা হয়েছে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশ ছাড়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাইয়ুমের নামে হলের নামকরণসহ দুটি হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।


৩ দিন আগে মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন