Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শিক্ষা

কুবির ৫ হলে নতুন হাউস টিউটর নিয়োগ

কুবি প্রতিনিধি:
১০ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি আবাসিক হলে ৮ জন নতুন শিক্ষককে হাউস টিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৬ আগস্ট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত পৃথক পৃথক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, বিজয়-২৪ হলে তিনজন হাউস টিউটর নিয়োগ পেয়েছেন। তারা হলেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাফায়েত হোসেন,

ইংরেজি বিভাগের প্রভাষক মো. বুলবুল আহমেদ এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবদুল মমিন।


সুনীতি শান্তি হলে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক মঈনুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে আয়েশা।


কাজী নজরুল ইসলাম হলের হাউস টিউটর হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম।


নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক মেশকাত ইবনে মোজাহিদ।


শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের হাউস টিউটর হয়েছেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন।


সকল হাউস টিউটর নিয়োগপ্রাপ্তির তারিখ থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

১০ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন