Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শিক্ষা

২৮টি শূন্য আসনের বিপরীতে কুবির শেষ ভর্তি বিজ্ঞপ্তি

কুবি প্রতিনিধি:
৭ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ‘এ’ ও ‘বি’ ইউনিটে আসন খালি থাকা সাপেক্ষে অনলাইনে সম্মতি প্রদানকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ

আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।


বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ আগস্ট ২০২৫ (রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।


‘এ’ ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মেধাক্রম ৮০৪ থেকে ৯০০ পর্যন্ত এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ১৮৪ থেকে ২৫০ পর্যন্ত মেধাক্রমধারীরা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। অপরদিকে, ‘বি’ ইউনিটের ক্ষেত্রে মানবিক বিভাগের ৫০২ থেকে ৬৫০ এবং বিজনেস স্টাডিজ বিভাগের ১১২ থেকে ১৫০ পর্যন্ত মেধাক্রমধারীদের সাক্ষাৎকারে আহ্বান জানানো হয়েছে।


উক্ত দিনেই শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে ৮ম মেধা তালিকা এবং ৭ম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ৪ আগস্ট ২০২৫ (সোমবার) নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।


ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি ও তার ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা ৪ কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। ভর্তি ফি বাবদ ১৪,৬০০ টাকা (ডিন অফিস ও বিভাগীয় উন্নয়ন ফি সহ) প্রদান করতে হবে। কোটায় উত্তীর্ণদের অবশ্যই সংশ্লিষ্ট কোটার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত তারিখে সাক্ষাৎকার বা ভর্তি কার্যক্রমে অংশ না নিলে শিক্ষার্থীকে পরবর্তীতে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য সংশোধন, সংযোজন ও পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "আমাদের ২৮ টি আসন খালি এগুলোর বিপরীতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং এটা শেষ বিজ্ঞপ্তি।"


উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য শিক্ষার্থীদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) এবং https://cou.admission-aid.com লিংকে নিয়মিত ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

৭ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন