এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের শতকরা পাশের হার ৯১ দশমিক ২৮। কুমিল্লা বোর্ডে মোট জিপিএ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন।
সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এইবার পাশের হার কমেছে। বেড়েছে জিপিএ-৫। এবার এই বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল
ছেলেদের তুলনায় এবার মেয়েরা এগিয়ে। ৭৩ হাজার ৯৯৩ জন ছেলে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৮৭৭ জন ছেলে। এদিকে ৯৬ হাজার ৪৯১ জন মেয়ে পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ১২১ জন।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫