Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

খেলাধুলা

ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়ে ভাবছেন ভিনিসিয়ুস!

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



গত রোববার (২৬ অক্টোবরর) বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো ম্যাচে বদলি হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক থামছেই না। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এই ঘটনার পর রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এখন ক্লাব ছাড়ার বিষয়টি বেশ ‘গুরুত্ত্বের’ সঙ্গে বিবেচনা করছেন। গোলডটকম


সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ২-১ গোলের জয়ে ৭২ মিনিটে কোচ জাবি আলোনসো তাকে

তুলে নেয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ভিনিসিয়ুস। মাঠ ছাড়ার সময় রাগে চিৎকার করে তিনি বলেন, সব সময়ই আমি! দলের ভালো হবে যদি আমি চলে যাই, আমি যাচ্ছি।


মাঠ ছেড়ে সরাসরি টানেলে চলে গেলেও কয়েক মিনিট পর আবার ফিরে আসেন তিনি, যখন রিয়াল জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে দু’দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার সময় বার্সার তরুণ তারকা লামিন ইয়ামাল এর সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, ভিনিসিয়ুস মনে করছেন কোচ আলোনসো এখন আর তার প্রতি আগের মতো বিশ্বাস রাখছেন না। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেয়ার পর ক্লাবের হয়ে ৩৩৬ ম্যাচে ১১১ গোল ও ১৪টি শিরোপা জয়ের পরও তিনি মনে করছেন, ক্লাব ও কোচ তার অবদান যথাযথভাবে মূল্যায়ন করছেন না।


ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তারা অবশ্য কোচ আলোনসোর সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত গ্রীষ্মে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক তারকা জাবি আলোনসো।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিনিসিয়ুস নাকি রিয়াল ছাড়তে চান না, তবে তিনি কোচের কাছ থেকে কিলিয়ান এমবাপ্পের মতো সমান ‘বিশ্বাস ও সমর্থন’ প্রত্যাশা করছেন। চলতি মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে অংশ নিয়েছেন, তবে মাত্র তিন ম্যাচে পূর্ণ সময় খেলেছেন এবং তিনটিতে ছিলেন না একাদশে।


বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে ভিনিসিয়ুস বলেন, আমার একটা বার্তা আছে সব মাদ্রিদ সমর্থকদের জন্য, বিশেষ করে যারা আজ বার্নাব্যুতে এসে আমাদের উত্সাহ দিয়েছেন। ক্লাসিকো এমনই, মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু ঘটে। আমরা শান্ত থাকার চেষ্টা করি, কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না। আমাদের কারও অনুভূতিতে আঘাত দেয়ার উদ্দেশ্য ছিল না, না তরুণ খেলোয়াড়দের, না সমর্থকদের। আমরা জানি, মাঠে নামলে আমাদের কাজটা করতে হয়, আর আজও আমরা সেটাই করেছি। হালা মাদ্রিদ!


অন্যদিকে সংবাদ সম্মেলনে কোচ আলোনসো বলেন, ভিনিসিয়ুসের পারফরম্যান্সে আমি খুশি। ও শুধু একটা গোল পায়নি। এটা সত্যি, আমি যখন ওকে বদলি করি তখন সে ভালো খেলছিল, হয়তো আমি কিছুক্ষণ অপেক্ষা করতে পারতাম, কিন্তু আমি মনে করেছি, আমাদের সতেজ খেলোয়াড় দরকার ছিল নিয়ন্ত্রণ ধরে রাখতে। ও থাকতে চেয়েছিল, কারণ ও ভালো লাগছিল। কিন্তু এটা সবার ক্ষেত্রেই হয় ফ্রাঙ্কো (মাস্তান্তুয়ানো)ও থাকতে চেয়েছিল। আমি বলেছি, ‘হ্যাঁ, তোমাকেও বদলি করছি’। এটা স্বাভাবিক ব্যাপার।


রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ শনিবার, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এরপর তিন দিন পর চ্যাম্পিয়নস লিগে তাদের প্রতিপক্ষ হবে লিভারপুল, যে ক্লাবের হয়েও দুর্দান্ত সময় কাটিয়েছিলেন কোচ আলোনসো।

১৬ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন