Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে মঈন

স্পোর্টস ডেস্ক:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশের জামাই খ্যাত মঈন আলী আবারও এসেছেন বিপিএল খেলতে। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথমবারের মতো বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসেছিলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

ব্যাট-বল হাতে দ্যুতি ছড়িয়ে কুমিল্লা শিবিরকে শিরোপা জিতিয়েছিলেন মঈন। গত মৌসুমে কুমিল্লার জার্সিতে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি ২২৫ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। যার ফলে এই মৌসুমেও

মঈনকে দলে ভেড়ানোর জন্য উন্মুখ ছিল কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।

কিন্তু বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর এমন রমরমা অবস্থায় বিপিএলের শুরুর দিকে মঈনকে খেলতে নিয়ে আসতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ইংলিশ তারকা ক্রিকেটার বেছে নিয়েছিলেন দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগকে।

সেখানে শারজাহ ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়েছিলেন এই ক্রিকেটার। কিন্তু অধিনায়ক মঈন ব্যাট-বল হাতে চরম ব্যর্থ হওয়ায় দলটিও প্লে অফে জায়গা করে নিতে পারেনি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে শারজাহ।

যার ফলে মঈনকে বাংলাদেশে আনার সুযোগ পেয়েছে কুমিল্লা। আর সুযোগ পেয়েই প্লে অফে নিজ দলের শক্তি বাড়াতে মঈনকে দলে টেনেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজিটি। ইতোমধ্যে বিপিএল খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন মঈন।

যদিও আইএল টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মঈন। শারজাহর হয়ে ৭ ম্যাচে মাঠে নেমে মোটে ৭৬ রান করতে পেরেছেন এই ইংলিশ তারকা ক্রিকেটার। উইকেটও পেয়েছেন কেবল ১টি।

অবশ্য আইএল টি-টোয়েন্টি খেলার মাঝপথে ইংল্যান্ডের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নেমে ৩ ম্যাচে এক ফিফটিসহ ১০৩ রান করেছেন মঈন। বিপিএল খেলা শেষে টাইগারদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন মঈন।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন