Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

বাংলাদেশের হয়ে খেলতে রাজি মিচেল কিউবা

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জন্য জাতীয় দলের দরজা খুলে দিয়েছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডারের পরেই একে একে আরও অনেকেই জাতীয় দলে যোগ দিয়েছেন। তবে হামজা চৌধুরীর অভিষেকের পর থেকে বাংলাদেশের ফুটবল জগতে নতুন এক আলোড়ন সৃষ্টি হয়েছে।


বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল ক্লাবে নিজেদের দক্ষতা প্রদর্শনকারী প্রবাসী ফুটবলাররা এখন বাংলাদেশের জার্সি

গায়ে চড়তে আগ্রহ প্রকাশ করছেন। সম্প্রতি কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির হয়ে খেলা সামিত সোম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-কে তার সব প্রক্রিয়া সম্পন্ন করার ইচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যে তার জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং এখন পাসপোর্টের জন্য আবেদন করার অপেক্ষায় রয়েছেন তিনি।


এদিকে, এবার ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে রাজি হয়েছেন। এই তরুণ তারকা হলেন মিচেল কিউবা। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারের বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান।


কিউবার আগ্রহের পরিপ্রেক্ষিতে গতকাল বাফুফে তাকে আনুষ্ঠানিকভাবে একটি ইমেইল পাঠায়। আজ (২০ এপ্রিল) বিকেলে তিনি সেই ইমেইলের জবাব দিয়েছেন এবং বাংলাদেশের হয়ে খেলতে তার সম্মতি জানিয়েছেন। পাশাপাশি, পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাফুফেকে নির্দেশনা দিয়েছেন তিনি।


জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক হলেও কিউবার মা বাংলাদেশি এবং বাবা জ্যামাইকান। সান্ডারল্যান্ডের হয়ে ইতিমধ্যে ৮টি ম্যাচ খেলা এই উদীয়মান তারকা ২০২২ সালে এই ক্লাবে যোগ দেওয়ার আগে বার্মিংহাম সিটিতে তার যুব ক্যারিয়ার শুরু করেছিলেন।

১০ দিন আগে বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন