Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

ম্যারাডোনা আছেন আমাদের সবার মাঝে

স্পোর্টস ডেস্ক:
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নভেম্বরেই বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এই নভেম্বরেই পৃথিবী ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবল নক্ষত্র।  বিশ্বকাপ এলে ম্যারাডোনার কথা ভীষণ মনে পড়ে তার। দুচোখের পর্বত থেকে আবেগের মেঘ নেমে আসে।   ‘আমাদের সবার মাঝে খানিকটা ম্যারাডোনা আছে,’ বলছিলেন এক স্থানীয়। তার দৃষ্টিতে ম্যারাডোনা ছিলেন বল পায়ে জাদুকর। একটুও বাড়িয়ে বলেননি।

স্মৃতির সরোবরে সিক্ত হওয়ার এই তো সময়। ’৮৬ বিশ্বকাপের

মুকুট আর্জেন্টিনার মাথায় উঠেছিল ম্যারাডোনার হাত ধরে। বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে স্কুল থেকে ঘরে ফেরার সময় কমলায় লাথি মেরে সুখ পেতেন কিশোর ম্যারাডোনা। স্কুলে টিফিনে পাওয়া কমলা তখন তার কাছে ফুটবল! ফিওরিতোর পুরোনো বাসিন্দা ৪৪ বছরের ক্রিস্টিয়ান বুস্তোস স্মৃতির নুড়ি পাথর কুড়িয়ে দার্শনিকের মতো বলেন, ‘আমার মনে হয় আমাদের সবার মাঝে একজন ম্যারাডোনা আছেন।’

আরেকজন স্থানীয় বাসিন্দা ভিলারুয়েলের আক্ষেপ, ‘ভাবতেই পারছি না যে, বিশ্বকাপ হচ্ছে আর দিয়েগো নেই। দিয়েগো আমাদের জীবনে উৎসাহ-উদ্দীপনা এবং গর্বের বারুদ ঠেসে দিয়েছে।’ ভিলারুয়েলরা আজও ম্যারাডোনার অভাব অনুভব করেন। ফিওরিতোর অনেক কিছু বদলে গেছে। ম্যারাডোনার শৈশবের বাড়ি আর্জেন্টিনা সরকার ঐতিহাসিক নিদর্শন হিসাবে রূপান্তর করেছে গত বছর। ম্যারাডোনা ফিওরিতো ছেড়েছেন বহু আগে। পৃথিবী ছেড়ে চলে গেছেন বছরদুয়েক আগে। তবু এতদিন পরও সেখানকার গলি, চৌরাস্তায় বুস্তোসরা যেন খুঁজে ফেরেন তাদের স্বপ্নের নায়ককে। বিশ্বকাপ এলে ম্যারাডোনা ফিরে আসেন আরও প্রবলভাবে।

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন