কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) ‘বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনে’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) ১৪ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শামীম হাসান ইয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের
শিক্ষার্থী মো. ইকবাল।এ বিষয়ে নতুন মনোনীত সভাপতি শামীম হাসান ইয়াদ বলেন, “বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য এক গৌরবময় দায়িত্ব। আমি এই দায়িত্বের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা এবং নেতৃত্বগুণ দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করে যেতে চাই। এই সংগঠন শুধু একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম নয়, এটি বরিশাল বিভাগের শিক্ষার্থীদের একতা, পারস্পরিক সহায়তা এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। আমি সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, এবং পূর্বতন নেতৃত্ব ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এ বিষয়ে সাধারণ সম্পাদক মো: ইকবাল বলেন, “বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদে নির্বাচিত হওয়া আমার জন্য শুধু একটি সম্মান নয়, বরং এটি একটি দায়িত্ব, একটি অঙ্গীকার।”
তিনি আরও বলেন “আমাদের এই সংগঠন শুধুমাত্র বরিশালের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি আমাদের ঐক্য, সংস্কৃতি ও সম্ভাবনার প্রতীক। আমি সবার কাছে দোয়া চাই যাতে সংঘঠনের সবার সক্রিয় সহযোগিতা ও পরামর্শ নিয়ে এই সংগঠনকে আরো গতিশীল, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যেতে পারি।”
১২ দিন আগে সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫