Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

জামায় রক্ত দেখে সন্দেহ, ১২ বছরের কিশোরী বোনকে হত্যা

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

 সন্দেহ একটি মারাত্মক বিষয়। এটিকে ‘ব্যাধি’ বললেও ভুল হবে না। প্রতিদিন শুধু সন্দেহের বশে কত সম্পর্ক ভেঙে যায় তার কোনও হিসাব নেই। আবার এই সন্দেহ থেকেই ঘটে নানা অপরাধ কর্মকাণ্ডও। সন্দেহ থেকে স্ত্রীকে হত্যা করেন স্বামী, কখনও স্বামীকে হত্যা করেন স্ত্রী। আবারও শুধু সন্দেহের কারণে পরিবারের সদস্যকেও হত্যার ঘটনাও ঘটে।

এমনই একটি ঘটনা এবার ঘটল ভারতে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের ঠাণে

জেলার উল্লাসনগর এলাকায় সন্দেহের বশে ১২ বছরের কিশোরীকে বোনকে খুন করার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে। এরই মধ্যে অভিযুক্তকে গ্রেফতারও করেছে স্থানীয় পুলিশ।
জানা গেছে, সন্দেহের বশে নিজের বোনের গায়ে আগুন ধরিয়ে দেন ওই যুবক। আগুনে পুড়ে মৃত্যু হয় কিশোরীর।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই কিশোরী নিজের ভাই-ভাবীর সঙ্গেই থাকত। অভিযুক্ত ৩০ বছর বয়সি যুবক পেশায় নিরাপত্তারক্ষী। তিনি বোনের জামায় রক্তের দাগ দেখতে পান। এতে তার সন্দেহ হয়, বোন হয়তো কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে।

এদিকে, ১২ বছরের ওই কিশোরী ঋতুচক্রের কথা জানতই না। এ সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। তাই অজ্ঞাতসারেই ঋতুস্রাবের রক্ত লেগেছিল তার জামায়। কিন্তু কোথা থেকে এল এই রক্ত? ভাইয়ের প্রশ্নের জবাবে কোনও উত্তর দিতে পারেনি কিশোরী। আর এতেই সন্দেহের বশে বোনের উপর নির্যাতন চালান ওই যুবক। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে কিশোরী।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত যুবক বোনকে শাস্তি দিতে তার মুখে কাপড় গুঁজে দিয়েছিলেন। তারপর বোনের গায়ে আগুন ধরিয়ে দেন তিনি। কিশোরীর পিঠ এবং দেহের অন্য একাধিক অংশ পুড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা কিশোরীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন তিনি বোনের উপর এমন অমানবিক নিরর্যাতন চালালেন, এতে তার স্ত্রীর ভূমিকাই বা কী ছিল, বোনের উপর আগে থেকে কোনও বিষয়ে তার আক্রোশ ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন