Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ভারতে বাসে আগুন লেগে শিশুসহ ২৫ যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ
২১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

ভারতের মহারাষ্ট্রে একটি বাসে আগুন লেগে তিন শিশুসহ ২৫ যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) রাত ১টা ৩০ মিনিটের দিকে সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নাগপুর থেকে পুনে যাওয়ার পথে নিউ দিল্লীর বুলধানাতে বাসটি প্রথমে রাস্তার ধারে একটি খাম্বায় আঘাত করে। তারপর তা ডিভাইডারের

সঙ্গে ধাক্কা খায়। এতে চাকা খুলে উল্টে গিয়ে বাসটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। এতে ২৫ যাত্রী পুড়ে মারা যান। এ সময় চালকসহ আটজন বাইরে বেরিয়ে আসতে পেরেছেন। তারাই সবাই হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়ায় তা নিহতের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।

বেঁচে যাওয়া বাসযাত্রী যোগেশ গাওয়াই বলেন, দুর্ঘটনার পর জানালার কাঁচ ভেঙে কোনোমতে বের হই। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছু করার ছিল না।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদাসানে জানান, দুর্ঘটনায় ২৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং ভবিষ্যতে যেন দুর্ঘটনা না ঘটে তা সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়ে স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার নির্দেশ দেন।

২১ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন