চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ানদং প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ছয়জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার সকাল সাতটা ৪০ মিনিটের দিকে মর্মান্তিক এই ছুরি হামলা হয়।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু'জন অভিভাবক ও তিনজন শিশু শিক্ষার্থী। হামলার ২০ মিনিটের মাথায় ধারালো অস্ত্রসহ
প্রাথমিক তদন্তে এই হামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বলেছে পুলিশ। এর আগে, গত বছরের আগস্টে জিয়াংঝি প্রদেশে এ ধরনের হামলায় তিনজন নিহত হয়।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫