Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

ক্ষমতা ছাড়ার পর প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন জো বাইডেন

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার পর প্রথমবারের মতো শিকাগোতে (ইলিনয়) এক ভাষণ দিয়েছেন। এই ভাষণটি বিভিন্ন মার্কিন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।


বাইডেন 'ACRD' নামক একটি বেসরকারি সংস্থার আয়োজিত এক সম্মেলনে অংশ নেন, যারা প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তা প্রদান করে থাকে। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট ধরে বক্তব্য

রাখেন।


রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বাইডেন তার ভাষণে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে তিনি সামাজিক নিরাপত্তা খাতে বর্তমান প্রশাসনের নীতির সমালোচনা করেছিলেন।


এছাড়া, তিনি মার্কিন সমাজে বাড়তে থাকা বিভেদের বিষয়ে সতর্ক করে বলেন যে, এই ধরনের মেরুকরণ আর চলতে দেওয়া যায় না।


২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর, ৮২ বছর বয়সী বাইডেন ২০ জানুয়ারি ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।


৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন