Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, অক্টোবর ২৫, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শিক্ষা

ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি:
১ দিন আগে শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
# ফাইল ফটো





আলিফ হত্যা, গাজীপুরে আশামনি ধর্ষণ, মাওলানা মুহিবুল্লাহ গুম, বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সঙ্গে জড়িত সকল খুনী ও ধর্ষকদের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।


শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা।

এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় সমাজে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এসব ঘটনার দ্রুত বিচার ও দায়ীদের ফাঁসি দাবি করেন। পাশাপাশি, বুয়েট শিক্ষার্থী ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং সংগঠনটি নিষিদ্ধ করার আহ্বান জানান।


১৪তম আবর্তনের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, “আমাদের বাংলাদেশ একতা ও সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবাই মিলে মিলেমিশে থাকি। কিন্তু গত এক বছর ধরে, ভারতের সহায়তায় পরিচালিত বলে অভিযুক্ত একটি সংগঠন—ইস্কন, বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সন্মানহানি, কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ষণসহ নানান অভিযোগ রয়েছে। এদেশের মানুষ এসব কখনোই সহ্য করবে না। আমি সরকারের প্রতি আহবান জানাই তারা যেন এগুলো প্রতিহত করে এবং ইস্কনকে নিষিদ্ধ করে।”


১৬তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাহীম বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের অস্থিতিশীলতার জন্য ভারতীয় আধিপত্যবাদ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, এ বিষয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকার পালিয়ে গেলেও তাদের অনুকরণীরা বাংলাদেশে ফের ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠার জন্য সক্রিয়। বিভিন্ন সংগঠন এ ধরনের কাজ করছে; তাদের মধ্যে ইস্কন অন্যতম। আমরা এইসব কার্যকলাপের বিচার চাই, জঙ্গি সন্ত্রাসী কার্যকলাপকে নিষিদ্ধ করার দাবি জানাই।”



অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্ত্বরে মানববন্ধন করে কর্মসূচি শেষ করেন।

১ দিন আগে শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন