Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রাজনীতি

গণঅধিকার পরিষদও ডাক দিলো ৭২ ঘণ্টার অবরোধ

ডেস্ক রিপোর্ট:
২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বিএনপির ডাকা কর্মসূচির সঙ্গে মিল রেখে অবরোধ কর্মসূচি পালণের ঘোষণা দিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৭২ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন,

বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ আগামী ৩১ অক্টোবর থেকে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৭২ ঘণ্টার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

২২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন