Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বিএনপি জাতীয় স্বার্থে ঐকমত্য ও নির্বাচনী রোডম্যাপ চায়

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় স্বার্থে ঐকমত্য চেয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পক্ষে মত দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে ষড়যন্ত্রের চেষ্টা করতে কেউ সাহস পাবে না।


তিনি বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে

ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, এবং তাদের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ছাত্র-জনতা প্রস্তুত থাকবে।


বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে বিএনপির প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।


বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির প্রেক্ষাপটে দেশের অস্তিত্ব রক্ষার জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন।


ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ ডিসেম্বর মাসে লাখো মানুষের রক্তের বিনিময়ে গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এবং শান্তিশৃঙ্খলার জন্য স্বাধীনতা পেয়েছে। বিজয়ের মাসে আমাদের সকলের প্রত্যয় হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা।


তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে সবাই ঐকমত্য পোষণ করেছেন।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এ সরকার ওয়াদাবদ্ধ। আমরা বলেছি, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ প্রকাশ করা হোক। জনগণ রোডম্যাপ পেলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেসব ষড়যন্ত্র চলছে, তা আর কেউ করার সাহস পাবে না।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন