২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার একান্ত সচিব এ বি এম আবদুস
সাত্তারের কাছে সেনা কর্মকর্তারা এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আমন্ত্রণপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাসহ মোট ২৬ জনের নাম উল্লেখ রয়েছে। এই আমন্ত্রণপত্র গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার সাহেবের কাছে সেনা কর্মকর্তারা হস্তান্তর করেছেন।
সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১৩ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫