Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

বিপিএলে দল বাড়ানো নিয়ে বোর্ড সভাপতি যা বললেন

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অংশ নেয় ৭ দল। অনেকের কাছে এটি কম বলে হলে হয়। তাই বিভিন্ন সময়ে দল বাড়ানো দাবি তোলেন ক্রিকেটপ্রেমীরা। কয়েকদিন আগে এ নিয়ে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। এবার একই বিষয় নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।


শিরোপার স্বাদ পেলেও এখন আর ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে

অংশ নেয় না রাজশাহী। বিভাগ হওয়ার পরও বিপিএলে অংশ নিচ্ছে না ময়মনসিংহ। তবে এবার বিপিএলে প্রতিনিধিত্ব করতে চাইছে তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছে রাজশাহী, গাজীপুর ও নোয়াখালী, এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।


তবে আগ্রহী হলেই অংশ নেওয়া যাবে না বিপিএলে। চাইলে দলের সংখ্যা বাড়বে না বিপিএলে। যদি কেউ কোনো ফ্র্যাঞ্চাইজি সরে যায়, তাহলে সেখানে নতুন কাউকে যুক্ত করা হবে। আর সেখানেও থাকবে অনেক যদি-কিন্তু।


এবার দল বাড়ানো নিয়ে কথা বলেছেন বিসিবি বস এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি সরাসরি বলেন আগামী আসরে বিপিএলের দল বাড়ানোর সম্ভাবনা কম। তিনি বলেছেন, ‘বলা মুশকিল, দুই বা তিনটি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না! আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয়; খরচ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, সময়। একটা টুর্নামেন্টের জন্য যে সময় আমরা পাই, এই সময়ে না করে যদি সময় একটু এদিক-সেদিক করতে পারতাম; আমরা আরও ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।’


এ সময় ক্রীড়ামন্ত্রী আরও যোগ করেন, ‘দেখুন বিপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার সঙ্গে খেলতে হচ্ছে। আমাদের তো ন্যূনতম একটা বিরতি দিতে হয়। এখন আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তারপর সামনে আরও সিরিজ, এরপর বিশ্বকাপ। এত সময় পাওয়া কঠিন হবে। তৃতীয়ত, বাইরের ওই অবকাঠামো নেই। স্টেডিয়াম আছে, আনুষঙ্গিক যে জিনিস দরকার, সেই সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামী বারেই হবে কি না বলা কঠিন।’

১২ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন