Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

শ্রেণিকক্ষে মোবাইলসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক:
১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

পাঠদান চলাকালে মনোযোগে ব্যাঘাত এড়াতে শ্রেণিকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্টওয়াচ ব্যবহার নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস সরকার। আগামী বছরের প্রথম দিন থেকেই এ নির্দেশনা কার্যকর হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল, ট্যাব ও স্মার্টওয়াচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী

বছর থেকে শ্রেণিকক্ষে এসব প্রযুক্তিপণ্য আনার অনুমতি দেওয়া হবে না।

সিদ্ধান্তটির যৌক্তিকতা সম্পর্কে ডাচ সরকার বলেছে, পাঠগ্রহণের ওপর মোবাইলের ক্ষতিকর প্রভাবের বিষয়ে ক্রমবর্ধমানভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। তাদের কর্মক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।

এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শ্রেণিকক্ষে মুঠোফোনের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্টওয়াচ আনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডস সরকার।

এ বিষয়ে নেদারল্যান্ডসের শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ দেশটির পার্লামেন্টকে বলেন, ‘পদক্ষেপটি একটি সাংস্কৃতিক রূপান্তরের সূচনা করবে। এতে শিক্ষার উন্নতি হবে।’

১৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন