Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিশ্ব

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় ৪১ বাংলাদেশি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫
# ফাইল ফটো




চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় তাদের তিনটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।


এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে ভারতের ভেতরে

অবৈধভাবে বসবাসের অভিযোগে ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।


মুর্শিদাবাদ জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কোথাও এত বিপুল সংখ্যক বিদেশি নাগরিক একসঙ্গে ধরা পড়েননি।


গ্রেফতার হওয়া ব্যক্তিরা ভারতের বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে কাজ না থাকায় তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।


ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফের সহায়তায় রানিতলা থানার একটি বিশেষ দল সীমান্তবর্তী সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দালালের মাধ্যমে তারা মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে চেন্নাই, কর্ণাটকসহ বিভিন্ন স্থানে কাজ করছিলেন।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার কথা স্বীকার করেছেন এবং তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।


এছাড়াও জানা গেছে, তারা গত দুই বছর ধরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত করছিলেন। তাদের বিরুদ্ধে ১৪৪/১৪সি ফরেন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জনের বাড়ি রাজশাহী জেলায়, এবং একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

১৭ দিন আগে বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন