ভেনেজুয়েলায় জমে উঠেছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ৩১তম আসরের শুরুতেই দুর্দান্ত ফর্মে দেখা গেছে আর্জেন্টিনাকে। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করে চমক দেখায় আলবিসেলেস্তে জুনিয়ররা।
তবে পরের ম্যাচেই ছন্দপতন। ব্রাজিলের বিপক্ষে বিশাল জয়ের পর আত্মবিশ্বাসী আর্জেন্টাইনরা দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে
সুবিধা করতে পারেনি। জয় তো দূরের কথা, উল্টো হারের শঙ্কায় পড়ে তারা। শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মেসি-দিবালাদের উত্তরসূরীরা।তবে তৃতীয় ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে দলটি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। শুরু থেকেই একের পর এক আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে, ৮৬তম মিনিটে রদ্রিগেজের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তে শিবির।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী ১ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে তারা।
২০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫