Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

খেলাধুলা

প্রিমিয়ার লিগের তিন জায়ান্ট ক্লাবের নজরে ভিনি

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো



রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। রিয়ালে তার বর্তমান চুক্তি ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকলেও, আর্থিক শর্ত এবং অন্যান্য অসন্তোষের কারণে নতুন চুক্তি করতে তিনি আগ্রহী নন।


এছাড়া ক্লাব এবং কোচ জাবি আলোনসোর সঙ্গে খারাপ সম্পর্কও তার প্রস্থানকে ত্বরান্বিত করছে। সম্প্রতি এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর

মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্য সংবাদ শিরোনামে এসেছে, যা তার অসন্তোষকে সামনে এনেছে।


এই পরিস্থিতি প্রিমিয়ার লিগের তিন ক্লাবের নজরে পড়েছেন ভিনিসিয়ুস। চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবগুলো সামনের ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে ভেড়ানোর পরিকল্পনায় নেমেছে।


সম্প্রতি রিয়াল মাদ্রিদে তার আচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে এল ক্লাসিকোর সময় তাকে বদলি করার পর মাঠ ছেড়ে যাওয়ার দৃশ্য সংবাদ শিরোনামে এসেছে। এই অসন্তোষ ইংল্যান্ডের ক্লাবগুলোকে তার প্রতি আরো আগ্রহী করে তুলেছে।


চেলসি ভিনিসিয়াসকে দলের নতুন আক্রমণাত্মক প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিজেদের ইউরোপীয় শ্রেষ্ঠত্ব পুনরুত্থানের প্রতীক হিসেবে বিবেচনা করছে। ম্যানচেস্টার সিটি নতুন গতিশীলতা ও আক্রমণাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য তার দিকে নজর রাখছে।


তবে ভিনির উচ্চ বেতন, রিয়াল মাদ্রিদে তার অবস্থা এবং সম্ভাব্য উচ্চ রিলিজ ক্লজ ট্রান্সফারকে জটিল করছে।


ইংলিশ ক্লাবগুলো ভাবছে, ভিনিসিয়ুস কি প্রধান ভূমিকার নিশ্চয়তা ছাড়া ক্লাব বদল করতে রাজি হবে কিনা।

১০ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন