Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

লিড নিউজ

চৌদ্দগ্রামে পুকুর থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
৪ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো

কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ (৪২) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জালাল ওই ইউনিয়নের কাপড়চতলি গ্রামের আবদুর রহমানের ছেলে। এর আগে, গত শুক্রবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গতকাল সকালে নাস্তা

খেয়ে কাজের উদ্দেশে বের হন। ওইদিন রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয়-স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোস্ট করা হয়। আজ সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসতেছে। পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশটি শনাক্ত করি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘জালালের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুরলতি ছিল। কোনো অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

৪ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন