কুমিল্লার নাঙ্গলকোটে বড় ভাইয়ের ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন একই এলাকার বশির আহাম্মদের ছেলে। অভিযুক্ত বড় ভাই রমজান আলীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চার ভাই ও ২ বোনের মধ্যে দেলোয়ার হোসেন সবার ছোট। কোনো ভাই তাদের মা-বাবাকে
নিহতের মা মালেকা বানু বলেন, সকালে তার সঙ্গে বড় ছেলে রমজান আলী ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় রমজান আলী ধারালো ছুরি হাতে তাকে আঘাত করার চেষ্টা করে। ঘটনাটি দেখে ঘর থেকে দৌড়ে এসে দেলোয়ার হোসেন রমজান আলীকে লাঠি দিয়ে বাড়ি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রমজান আলী দেলোয়ারকেও ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত রমজান আলীকে ঢালুয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।
৬ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫