নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় বেষ্টিত ফতেপুর ইউনিয়নে অবস্থিত শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বিগত কয়েক বছর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ থাকলেও এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার
মঙ্গলবার (৭ই মার্চ) উপচার্যের সম্মেলন কক্ষে ডিনস কমিটির সভায় এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনে দ্বিতীয়বারের সুযোগ দানের পাশাপাশি বেড়েছে ভর্তি পরীক্ষার ফি। বিগত পরীক্ষা গুলোয় ৮৫০ টাকা থাকলেও এবার ১০০ টাকা বেড়ে ফি'র পরিমাণ দাড়িয়েছে ৯৫০ টাকা।
বিজ্ঞান,জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত 'এ' ইউনিটে আবেদন যোগ্যতায় ০.২৫ পয়েন্ট বেড়েছে।
আগামী ২০শে মার্চ দুপুর ১২ টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৫ শে এপ্রিল,২০২৩ পর্যন্ত।
৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রমে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫