Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, অক্টোবর ২২, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করছে কুবির ইএলডিসি

কুবি প্রতিনিধি:
১৪ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫
# ফাইল ফটো



বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা ‘বিয়ন্ড বর্ডারস’। ‘এফআইসিসি’ ও 'বইসব.কম'র সহোযোগিতায় সেমিনারটি আয়োজন করছে কুবির এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব-(ইএলডিসি)।


আগামী শনিবার (১১ অক্টোবর) ব্যাবসা শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি, অনুষ্ঠিত

হবে।


প্রোগ্রামটির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, প্রস্তুতির ধাপ, এবং কার্যকর পরিকল্পনার বিষয়ে সচেতন ও অনুপ্রাণিত করা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এফআইসিস'র সিওও (চিফ অপারেটিং অফিসার) মো. আল-আমিন সরকার। 


এ বিষয়ে চিফ কো-অর্ডিনেটর রিয়াদ হোসেন বলেন, ‘বিয়ন্ড বর্ডারস মূলত সেই শিক্ষার্থীদের জন্য যারা একাডেমিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে জানতে চায়। আমরা চেয়েছি শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা পেতে পারে।’


এ বিষয়ে এলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, ‘এলডিসি সবসময় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা দেশের সীমা পেরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের জায়গা তৈরি করতে পারে। ‘বিয়ন্ড বর্ডারস’ সেই ধরনের একটি প্রোগ্রাম। আমরা আশা করি, এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


উল্লেখ্য, আগ্রহী শিক্ষার্থীরা ইএলডিসি’র অফিসিয়াল ফেসবুক পেজে উল্লেখিত অনলাইন ফরম পূরণ করে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এ ছাড়াও সেমিনারের পর অংশগ্রহণকারীদের জন্য থাকবে ‘আইইএলটিএস’ স্কিল অ্যাসেসমেন্ট। সেরা তিনজন পারফর্মারকে প্রদান করা হবে আইইএলটিএস বই সেট, যা শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

১৪ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন