বয়স বেশি নয়, জীবনও তো সবে শুরু। স্বপ্ন ছিল শিক্ষক হবেন, সমাজে পরিবর্তন আনবেন। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্ন থেমে গেছে কিডনি ও হৃদরোগের নিষ্ঠুর আঘাতে। বলছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শারবান তাহুরা সাকির কথা। এখন তাঁর একটাই আর্জি বাঁচতে চান তিনি।
২০২৪ সালের ডিসেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহুরা। চিকিৎসকরা
জানিয়ে দেন তাঁর দুইটি কিডনিই সম্পূর্ণ অকেজো, পাশাপাশি হৃদপিণ্ডেও গুরুতর সমস্যা ধরা পড়ে। নিয়মিত ডায়ালাইসিস ছাড়া তাঁর পক্ষে বাঁচা সম্ভব নয়। বর্তমানে হৃদপিণ্ডে জটিলতা এবং ফুসফুসে পানি জমে পেট ফুলে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাহুরাকে বাঁচানো সম্ভব হবে না।চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামে জন্ম নেওয়া তাহুরা বাবা-মায়ের একমাত্র সন্তান। বিবাহিত জীবনে তাঁর একটি ১০ বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। নিজের পরিবারের অবলম্বন হয়েও আজ তিনি নিজেই জীবন-মৃত্যুর সীমান্তে দাঁড়িয়ে।
তাহুরার বাবা একজন পল্লিচিকিৎসক, সীমিত আয়ে যিনি পুরো পরিবারের দায়িত্ব একা বহন করেন। মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে তিনি ইতোমধ্যে সমস্ত সঞ্চয় ব্যয় করেছেন, এমনকি ঋণগ্রস্তও হয়ে পড়েছেন। এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয় তাঁদের পক্ষে। তাহুরাকে বাঁচাতে প্রয়োজন ৩০ লক্ষ টাকারও বেশি, যা সংগ্রহ করা তাঁদের পক্ষে একেবারেই অসম্ভব।
তাহুরার পরিবার এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁদের একমাত্র প্রত্যাশা মানুষের ভালোবাসা ও সহায়তায় হয়তো আবার নতুন করে আলো দেখতে পারবেন তাহুরা।
তাহুরার বাবা বলেন, “গত ডিসেম্বর মাস থেকে মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে আমার যা কিছু সঞ্চয় ছিল, সব শেষ হয়ে গেছে। ইতোমধ্যে ১১ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে। এখন ডাক্তাররা জানিয়েছেন, দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। এজন্য প্রয়োজন অন্তত আরও ৩০ লক্ষ টাকার বেশি। এই ব্যয় বহন করা আমাদের পক্ষে আর সম্ভব নয়। তাই আমি সমাজের সকল দয়ালু ও বিত্তবান মানুষের কাছে আমার মেয়ের জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা যদি পাশে দাঁড়ান, তাহুরা হয়তো আবারও নতুন করে বাঁচার সুযোগ পাবে।”
সহায়তা পাঠানোর ঠিকানা:
ব্যাংক অ্যাকাউন্ট: মোহাম্মাদ শাহরিয়ার
অ্যাকাউন্ট নম্বর: 20501210208026412
ইসলামী ব্যাংক, কুমিল্লা শাখা।
মোবাইল পেমেন্ট: বিকাশ/নগদ – 01746416819
যোগাযোগ: 01568365108 (তাহুরার বাবা)
৯ দিন আগে বুধবার, অক্টোবর ২২, ২০২৫