বিপিএলের নবম আসরের ফাইনাল আজ। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগে কনসার্টের ব্যবস্থা করেছে বিসিবি। স্টেজ মাতাবেন জেমসের মতো কিংবদন্তি বাংলাদেশি শিল্পীরা। তা কে হবে চ্যাম্পিয়ন- ইমরুলের কুমিল্লা না মাশরাফির সিলেট?
অধিনায়ক হিসেবে ফাইনালে
শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অতীতের সাফল্যের রেকর্ড কে ধরে রাখবেন সেটাও ফাইনাল ম্যাচের বাড়তি আকর্ষণ বলেই বিবেচিত হচ্ছে এখন।
গত ৬ জানুয়ারি থেকে ৭ দলকে নিয়ে শুরু হয়েছিল বিপিএল। শীর্ষ দুইয়ে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছিল সিলেট ও কুমিল্লা। এরপর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুদল; যেখানে ৪ উইকেটে জিতে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় কুমিল্লা। তবে সেরা দুইয়ে থাকায় আরেকটি সুযোগ ছিল মাশরাফিদের। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তারা নুরুল হাসান সোহানের রংপুরকে ১৯ রানে হারিয়ে শিরোপা মঞ্চে নাম লেখায়। ফাইনালের মহারণে আজ আবারও মুখোমুখি কুমিল্লা ও সিলেট।
বিপিএলে সফল দল কুমিল্লা। তিনবারের চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ ২০২২ আসরে ফরচুন বরিশালকে হারিয়ে শিরোপা জেতেন ইমরুল কায়েসরা। এর আগে ২০১৫ ও ২০১৮ আসরের চ্যাম্পিয়ন তারা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ভিক্টোরিয়ান্স। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেছে সিলেট। মাশরাফি অধিনায়ক বলেই দলটির বড় স্বপ্ন। গতকাল ফাইনাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসের কণ্ঠে শোনা গেল মাশরাফি-স্তুতি। তিনি বলেন, ‘মাশরাফি ভাই যে দলেই খেলুন না কেন, এই জিনিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন। দলের সবাইকে নিয়ে থাকেন, দলের সবার বন্ধনটা ভালো রাখেন। আমরাও চেষ্টা করি আমাদের দলের পরিবেশ ভালো রাখার। এটাই উনার (মাশরাফি) হয়তো ম্যাজিক বলা যায়। উনি সব সময় তাদের তরুণ বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে থাকেন। এই জিনিসটা উনি উপভোগ করেন। এটা হয়তো ভালো করার মূল বিষয়।’
কুমিল্লার শুরুটা এবার ভালো ছিল না। টানা তিন ম্যাচ হারে তারা। এরপরই দলটি ঘুরে দাঁড়ায়। শেষ ১০ ম্যাচেই জয় পেয়েছে কুমিল্লা। এর মধ্যে সিলেটকে ৩ সাক্ষাতে ২ বারই হারিয়েছে তারা। আর একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন; ফাইনাল ম্যাচটিও তাই জিততে চান ইমরুল। তিনি বলেন, ‘প্রথম তিনটা ম্যাচ হারার পর যেভাবে ফিরে এসেছি, এটা অবশ্যই আমাদের খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। সবাই খুব পরিশ্রম করেছে এবং সবাই চেয়েছে যে আমরা ফাইনাল খেলব। ফাইনালে আসতে পেরেছি। আশা করি আমরা একইভাবে এগোব। শুধু ফাইনাল হিসেবে নয়, কালকে (আজ) আমরা একটা সাদামাটা ম্যাচের মতো পরিকল্পনা করেই ম্যাচ খেলব। যদি ভালো ক্রিকেট খেলতে পারি ভালো ফল আসবে।’
শিরোপা জয়ে উন্মুখ হয়ে আছে সিলেট। গতকাল অবশ্য সংবাদ সম্মেলনে আসেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। এ দিন দলের প্রতিনিধি হয়ে আসা নাজমুল হোসেন শান্ত জানালেন, ভালো খেলে ম্যাচটা তারা জিততে চান।
শেষ দুটি বিপিএলেই ফাইনাল খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের হয়ে শিরোপায় চুম্বন এঁকে দেওয়া হয়নি তার। গত আসরে কুমিল্লার কাছেই হেরেছিল তার দল। এবার সিলেটের জার্সিতে শিরোপা জিততে চান তিনি। ব্যাট হাতে চলমান বিপিএলে দারুণ ছন্দে থাকা শান্ত বলেন, ‘গত দুটো বিপিএল ফাইনাল হেরেছি। আমার কাছে মনে হয় আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, আরেকটা সুযোগ এই ম্যাচ। ওটাই আশা থাকবে যে, আমরা যেন ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি। এটাই মূল লক্ষ্য।’
৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫