Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

মেসি-নেইমার বিহীন ম্যাচে দলকে জেতাতে পারলেন না এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নতুন বছরের শুরুটা ভালো হয়নি পিএসজির জন্য। বছরের প্রথম দিনের ফরাসি লিগে লেনসের কাছে হেরেছেন কিলিয়ান এমবাপ্পে-সার্জিও রামোসরা। প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরে বাড়ি ফিরতে হয়েছে পিএসজিকে।

লিওনেল মেসি এখনো ছুটি থেকে ফেরেননি, আগের ম্যাচে লাল কার্ড দেখে এই ম্যাচে নিষিদ্ধ ছিলেন নেইমার। আক্রমণভাগের দুই মহাতারকারে ছাড়া বর্ণহীনই ছিলো পিএসজি। কিলিয়ান এমপবাপ্পেও পাননি গোলের দেখা।



লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেনসের সঙ্গে পয়েন্টের ব্যবধান দশে নিয়ে যাওয়ার সুযোগ ছিল পিএসজির সামনে। কিন্তু হেরে গিয়ে উল্টো পয়েন্টের ব্যবধান নেমে এসেছে চারে। লেনসের মাঠে ম্যাচের ৫ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। লেনসের হয়ে গোল করেন ফ্রাঙ্কোস্কি।

মাত্র ৩ মিনিট পিছিয়ে ছিলো পিএসজি। ৮ মিনিটেই সমতা ফেরান হুগো একিটিকে। এরপর ২৮ মিনিটে ওপেন্দা, ৪৭ মিনিটে মাউরিসের গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করে লেনস।

এবারের লিগে এটিই পিএসজির প্রথম হার। এই হারে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল তারা। পিএসজিকে হারানো লেনসের পয়েন্ট ৪০।

আগামী লিগ ম্যাচের আগেই লিওনেল মেসির যোগ দেওয়ার কথা অনুশীলনে। নেইমারও ফিরবেন নিষেধাজ্ঞা কাটিয়ে। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে আবারো একসাথে দেখা যাবে মাঠে। 

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন