Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

২০০৭ সালের বিশ্বকাপের চেয়ে ভারত এবার ১০গুণ বেশি টাকা পেল

ডেস্ক রিপোর্ট:
১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে অপরাজিত দল হিসেবে চ্যাম্পিয়ন হয় ভারত। গত ২৯ জুন ওয়েষ্ট ইন্ডিজের বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া।


এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতে ভারত। এরপর ২০১৪ সালে

বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শ্রীলংকার বিপক্ষে হেরে যায় টিম ইন্ডিয়া।


এবার ১৭ বছর পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।


সেই অর্থ ইতোমধ্যে ক্রিকেটার, কোচ, নির্বাচক ও সাপোর্টিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বিশ্বকাপের ১৫ সদস্যের মূল দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। যারা একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তারাও ৫ কোটি টাকা করে পেয়েছেন।


রিজার্ভ দলে থাকা ক্রিকেটারদের প্রত্যেককে দেওয়া হয়েছে আড়াই কোটি টাকা করে। দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে দেওয়া হয় ৫ কোটি। কোচিং স্টাফের অন্য সদস্যা পেয়েছেন ১ কোটি টাকা করে। ফিজিও, থ্রোডাউন বিশেষজ্ঞরা পেয়েছেন ২ কোটি টাকা করে। নির্বাচকদের দেওয়া হয়েছে ১ কোটি টাকা করে।


বিশ্বকাপজয়ী দলকে ১২৫ কোটি টাকা পুরস্কার দিল ভারতীয় ক্রিকেট বোর্ড


২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করার পর ভারতীয় দলকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার দেওয়া হয় ১২৫ কোটি। ২০০৭ সালের তুলনায় এবার পুরস্কারমূল্য ১০ গুণেরও বেশি বাড়ানো হয়েছে।


২০১১ সালে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সেবার প্রথমে ক্রিকেটারদের ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে করা হয় ২ কোটি টাকা। সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা করে, নির্বাচকরা পেয়েছিলেন ২৫ লাখ টাকা করে।


২০১৩ সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছিল। সেবার প্রত্যেক ক্রিকেটারকে ১ কোটি টাকা করে এবং সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছিল ৩০ লাখ টাকা করে।

১৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন