Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিলেন কাটার মাস্টার

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



বিয়ের সাড়ে পাঁচ বছর পর সুখবর দিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বুধবার মুস্তাফিজ ও তার স্ত্রী সামিয়া পারভীন শিমুর ঘর আলো করে এসেছে একটি পুত্র সন্তান।


মোস্তাফিজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, মা এবং নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

ওয়ানডে সিরিজে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। স্ত্রীর পাশে থাকতে তিনি এই ছুটি নিয়েছিলেন, কারণ তার স্ত্রী ছিলেন সন্তানসম্ভবা।


উল্লেখ্য, ২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মোস্তাফিজ। বিয়ের পর থেকেই তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন