Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্ব

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র: প্যাটেল

আন্তর্জাতিক ডেস্ক:
১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য ও জলবায়ু ইস্যুতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের ধারাবাহিক সফলতা তুলে ধরে বুধবারের (৭ জুন) ব্রিফিংয়ে বাইডেন প্রশাসনের অবস্থান জানতে চান এক সাংবাদিক।

জবাবে

প্যাটেল বলেন, গত বছর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। এবছর সেই সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সামনে এগিয়ে নিতে চাই।

২০২৩ সালে পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা প্রসঙ্গে সহযোগিতার সুযোগসহ এমন অনেক ক্ষেত্র আছে যেখানে পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করা সম্ভব। প্যাটেল বলেন, অবশ্যই জলবায়ু, বাণিজ্যের মতো আরও অনেক বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

১৬ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন