Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্ব

বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা

ডেস্ক রিপোর্ট:
২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো



ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিতায় নেতানিয়াহুর বাড়ির দিকে এই ড্রোনগুলি উৎক্ষেপণ করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।


মুখপাত্র জানিয়েছেন, নেতানিয়াহু ওই সময়ে বাসভবনে ছিলেন না এবং এই

ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এর আগে, ইসরায়েলি বাহিনী জানায়, শনিবার ভোরের দিকে উপকূলীয় শহরের দিকে তিনটি ড্রোন নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ভবনে আঘাত হানে এবং বাকি দুটি ড্রোন প্রতিহত করা হয়।


এছাড়া, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, শুক্রবার রাতে লেবানন থেকে ছোড়া অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং বেশ কিছু খোলা মাঠে পড়ে যায়।

২ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন