পাকিস্তানে আবারও ভয়াবহ আত্মঘাতী হামলা। এবারের টার্গেট খোদ কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টই (সিটিডি)! পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সিটিডি হেডকোয়ার্টারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। পুলিশ জানিয়েছে, সোমবার সোয়াত জেলার কাবাল শহরে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে জিও টিভি।
খবরে জানানো হয়, বিস্ফোরণের পরপরই সোয়াত
এখন তদন্ত করে দেখতে হবে এই বিস্ফোরণ আসলে অবহেলা নাকি সন্ত্রাসী হামলা।
বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডও তদন্ত চালাচ্ছে। এদিকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিশেষ শাখায় বিস্ফোরণে নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্থানীয় প্রশাসন। নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন শেহবাজ। পুরো ঘটনার একটি প্রতিবেদনে জমা দিতে কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।
১০ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫