আর্জেন্টিনার হয়ে কাতারেই শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেললেও বিশ্বকাপ আর খেলবেন না সাতবারের ব্যলন ডরজয়ী এ তারকা এ ঘোষণাও দিয়েছেন।
তবে, অধিনায়কের ঘোষণা মানতে পারছেন না আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে খেলা এ মিডফিল্ডারের চাওয়া মেসি যতদিন
আর্জেন্টিনায় ছুটি কাটিয়ে সোমবার ক্লাবে ফিরেছেন ২৩ বছর বয়সী ম্যাকঅ্যালিস্টার। ফেরার পর তাকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা শেষে ক্লাবের ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ম্যাকঅ্যালিস্টার বলেন, ‘আমরা চাইনা তিনি জাতীয় দল থেকে সরে যান। তিনি বলেছেন যে এটা তার শেষ বিশ্বকাপ ছিল কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই তিনি থাকুন। তিনিও সেটা জানেন। দেখা যাক কী হয়। তিনি গতকাল (রোববার) নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাকে মেসেজ পাঠিয়েছেন। জানিয়েছেন যে, বিশ্বকাপ জেতায় তিনি আমাদের কাছে কৃতজ্ঞ।
‘ফাইনালের পর আমরা আসলে উদযাপনেই ব্যস্ত ছিলাম। খুব বেশি কথা হয়নি। এখনও আমরা ঠিক বুঝে উঠতে পারিনি যে আমরা বিশ্বকাপ জিতেছি।’
সামনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় ২০২৬ সালে। তখন মেসির বয়স হবে ৩৯। তার আগে ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
৬ দিন আগে শুক্রবার, মে ৯, ২০২৫