Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লা বিভাগ

১৭ তম কুমিল্লা মিডিয়া টুর্নামেন্টের প্রথম দিনে মিডিয়া ওয়ারিয়র্স ও টিম গোমতীর জয়

স্টাফ রিপোর্টার:
৮ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
# ফাইল ফটো




কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৭–তম মিডিয়া টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জার্নালিস্ট ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে মিডিয়া ওয়ারিয়র্স। অপর দিকে দিনের অপর খেলায় ইয়ুথ গ্রুপের ফাইনালে টিম ধর্মসাগরকে ৪ উইকেটে হারিয়ে টিম গোমতী চ্যাম্পিয়ন হয়েছে।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেন মিডিয়া

ওয়ারিয়র্সের অধিনায়ক জহিরুল হক বাবু।


প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় জার্নালিস্ট ইউনাইটেড। দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন সুমন আহমেদ সোহান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কার মার। এছাড়া আলমগীর ৩২, বিপ্লব হাসান ২৫, জুয়েল ১০, আকিবুল হারেছ ৯ ও শাহ ইমরান অপরাজিত ৩ রান করেন।


মিডিয়া ওয়ারিয়র্সের পক্ষে জহিরুল হক বাবু, তামজিদ হোসেন লিপু, মাহিন, হাসান ফরহাদ ও গাজী রুবেল একটি করে উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় মিডিয়া ওয়ারিয়র্স। দলের পক্ষে সোহরাব সুমন অপরাজিত ৪৯, মাহিন অপরাজিত ৩৮, ইশতিয়াক আহমেদ ২৪, হাসান ফরহাদ ২৩, গাজী রুবেল ১৭ ও তামজীদ হোসেন লিপু ৭ রান করেন।


জার্নালিস্ট ইউনাইটেডের পক্ষে শাহ ইমরান, সোহান, বিপ্লব ও হারেস একটি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মাহিন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।


পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আসিফ তরুনাভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া ও দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার শহীদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।


এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবির এবং এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত নেন টিম ধর্মসাগরের অধিনায়ক আশিকুর রহমান। প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করেন। দলের পক্ষে রনি ৪১ রান, ইকরাম ২৬ রান, নিমেল ১২ রান, অপু ৫ রান, সাজু ৪ রান, আশিকুর রহমান অপরাজিত ১২ রান ও মোতালেব ১ রানে অপরাজিত থাকেন। টিম গোমতীর পক্ষে হৃদয় ৩ উইকেট ও রুহুল আমিন ১টি উইকেট পেয়েছেন। 


জবাবে ব্যাট করতে নেমে টিম গোমতী ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া শান্ত ৫ রান, রুহুল আমিন ১৩ রান, শাহাদাত ৪ রান, রুবেল মিয়া ১৬ রান, ফেরদৌস মিঠু ৬ রান ও হাবিবুর রহমান ২ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্স করে হৃদয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

৮ দিন আগে শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন