Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

এমবাপ্পের জোড়া গোলেও রক্ষা হলো না পিএসজির

স্পোর্টস ডেস্ক:
৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

মৌসুমের প্রথম পরাজয় বরণ করেছে পিএসজি। গত শুক্রবার লিগ ওয়ানে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল সত্ত্বেও নিসের কাছে ৩-২ গোলের পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিসের হয়ে টেরেম মোফি করেছে দুই গোল।

পার্ক ডি প্রিন্সেসে ২১ মিনিটে এমবাপ্পের একটি বাজে ভুলে মোফি গোল করে নিসকে এগিয়ে দেন। ফরাসি স্ট্রাইকার অবশ্য কিছুক্ষণ পরে গোল করে ভুলের মাসুল দিয়েছেন। কিন্তু বিরতির

আট মিনিট পর গিটান লাবোর্দে আবারও সফরকারী নিসকে এগিয়ে দেন। ৬৮ মিনিটে মোফি আরও এক গোল করলে নিসের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এমবাপ্পে ম্যাচের শেষমুহূর্তে এক গোল করলেও ফরাসি চ্যাম্পিয়নদের হার এড়াতে পারেননি।

টেবিলের শীর্ষে থাকা মোনাকোকে টপকে যেখানে ওপরে ওঠার সুযোগ ছিল লুইস এনরিকের পিএসজির সামনে, সেখানে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অপরাজিত নিস। ম্যাচ শুরুর আগে ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকে পার্ক ডি প্রিন্সেস থেকে বিদায় জানিয়েছে পিএসজি। ১১ বছরের সম্পর্ক শেষ করে ভেরাত্তি কাতারি ক্লাব আর-আরাবিতে যোগ দিয়েছেন। এ সময় সাবেক দুই সতীর্থ জøাটান ইব্রাহিমোভিচ ও থিয়াগো সিলভার শুভকামনা বার্তা জানিয়ে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয়। পিএসজির হয়ে ভেরাত্তি দীর্ঘ সময়ে ৪১৬টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৯টি লিগ ওয়ান, ছয়টি ফ্রেঞ্চ কাপের শিরোপ জয় করেছেন। তবে দলকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে পারেননি। আগামী মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করার আগে পিএসজির সামনে এখন আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চ্যালেঞ্জ।

৫ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন