Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

লা লিগার ২৭তম শিরোপা ঘরে তুললো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক:
১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

অবশেষে চার ম্যাচ হাতে রেখে অপেক্ষার পালা শেষ হলো বার্সেলোনার। রবিবার রাতে ৪-২ গোলে এস্পানিওলকে উড়িয়ে ২৭তম লিগ শিরোপার আনন্দে মাতে জাভি হার্নান্দেসের দল। এর মধ্য দিয়ে স্প্যানিশ লা লিগায় তিন মৌসুমের শিরোপা খরার অবসান হলো কাতালান জায়ান্টদের।

৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটাও ১৪ পয়েন্টে বাড়িয়ে নিলো লিগ চ্যাম্পিয়নরা।

এস্পানিওলের

বিপক্ষে জিতলেই চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হবে বার্সার। সে লক্ষ্যে মরিয়া জাভি হার্নান্দেসের দল প্রতিপক্ষের মাঠে একাদশ মিনিটেই গোল তুলে নেয়। বাঁ-দিক থেকে ছয় গজ বক্সে আলেহান্দ্রো বাল্দের পাস পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন রবের্ত লেভান্দোভস্কি।

একচেটিয়া চাপ রেখে ২০ মিনিটে ব্যবধান বাড়ায় লিগ লিডাররা। এবার ডান দিক থেকে পেদ্রির বাড়ানো বল দূরের পোস্টে পেয়ে বাঁ-পায়ের ভলিতে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ লেফট-ব্যাক বাল্দে।

চার মিনিট পর এস্পানিওল গোলরক্ষকের অসামান্য দৃঢ়তায় গোলবঞ্চিত লেভান্দোভস্কি ৪০ মিনিটে তার দ্বিতীয় গোল তুলে নেন। ডান দিক দিয়ে রাফিনিয়ার বাড়ানো পাস ছয় গজ বক্সে পেয়ে সহজেই লক্ষভেদ করেন পোলিশ স্ট্রাইকার। চলতি লিগে লেভান্দোভস্তি ২১ গোল নিয়ে রিয়ালের করিম বেঞ্জামাকে চার গোল পেছনে ফেলে 'পিচিচি' ট্রফির দৌঁড়ে আরও এগিয়ে গেলেন।

বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর অনায়াস সুযোগ হাতছাড়া করেন গত সেপ্টেম্বরে বার্সা থেকে এস্পানিওলে যোগ দেওয়া মার্টিন ব্রাথওয়েট। ডি-বক্সে অরক্ষিত এই ফরোয়ার্ডের শট হাত প্রসারিত করে ঠেকিয়ে দেন গোলরক্ষক টের স্টেগেন।

বিরতির পর প্রথম শটেই ব্যবধান বাড়ায় বার্সা। ৫৩ মিনিটে ফ্রাংকি ডি ইয়ংয়ের ডি-বক্সে ফেলা থ্রু হেডে ঠিকানায় পাঠান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে।

৭৩ মিনিটে এস্পানিওলের হাভিয়ের পুয়াদো দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান। পাল্টা আক্রমণ থেকে বল ধরে ডি-বক্সে ঢুকে আগুয়ান টের স্টেগেনের ওপর দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।

পরের মিনিটে টের স্টেগেনের দৃঢ়তায় গোলবঞ্চিত এস্পানিওল দুই মিনিট যোগ করা সময়ের শেষ দিকে আরেকটি গোল শোধ দেয়। ফের্নান্দো কালেরোর হেড পোস্টে প্রতিহত হলে ফিরতি বল সহজেই জালে জড়ান স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বার্সার কোচ, স্টাফ ও বেঞ্চের খেলোয়াড়রা মাঠে দৌড়ে যান। শুরু হয় কাতালানদের ২৭তম লিগ শিরোপার উৎসব। তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল রেকর্ড ৪৬বার ঘরে তুলেছে লিগ শিরোপা।

১০ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন