Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের রেকর্ড ও পরিসংখ্যান

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। শনিবার (১০ জানুয়ারি) ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেটের তিন ফরম্যাটে অসংখ্য রেকর্ড গড়েছেন এবং ভেঙেছেন এই বাঁ-হাতি ব্যাটার। তার উল্লেখযোগ্য কিছু রেকর্ড তুলে ধরা হলো।


টেস্ট

ক্রিকেটে তামিমের রেকর্ড


অভিষেক: ৪ জানুয়ারি, ২০০৮, নিউজিল্যান্ডের বিপক্ষে, ডানেডিনশেষ

টেস্ট: ৪ এপ্রিল, ২০২৩, আয়ারল্যান্ডের বিপক্ষে,

মিরপুরমোট ম্যাচ: ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে ৫১৩৪ রান

সেঞ্চুরি: ১০টি

হাফ-সেঞ্চুরি: ৩১টি

গড়: ৩৮.৮৯


  • বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে টানা তিন টেস্টে সেঞ্চুরি করেছেন। ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন।
  • টেস্টে টানা পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স করেন। সেই পাঁচ ইনিংসে তার স্কোর ছিল ৮৫, ৫২, ৫৫, ১০৩ ও ১০৮।
  • টেস্টে টানা সাত ম্যাচে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তামিমের।
  • টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৭ ছক্কা মেরে রেকর্ড গড়েছেন। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই কৃতিত্ব দেখান।
  • টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গড়ের মালিক তিনি।
  • বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৪১টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন।
  • টেস্টে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ ৩১২ রানের রেকর্ড রয়েছে তার এবং ইমরুল কায়েসের নামে।
  • টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৪১টি ছক্কা মেরেছেন তামিম।


ওয়ানডে ক্রিকেটে তামিমের রেকর্ড


অভিষেক: ৯ ফেব্রুয়ারি, ২০০৭, জিম্বাবুয়ের বিপক্ষে, হারারে

শেষ ওয়ানডে: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, নিউজিল্যান্ডের বিপক্ষে, মিরপুর

মোট ম্যাচ: ২৪৩ ওয়ানডের ২৪০ ইনিংসে ৮৩৫৭ রান

সেঞ্চুরি: ১৪টি

হাফ-সেঞ্চুরি: ৫৬টি

গড়: ৩৬.৬৫


  • ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।
  • আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক ১৪টি সেঞ্চুরি রয়েছে তার নামে।
  • ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৬টি হাফ-সেঞ্চুরির ইনিংসে সাকিব আল হাসানের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করেছেন।
  • ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ৬, ৭ ও ৮ হাজার রানের মালিক তামিম।
  • এক ভেন্যুতে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড তামিমের। মিরপুরে ৮৫ ইনিংসে ২৮৯৭ রান করেছেন।
  • টানা পাঁচ ইনিংসে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার।
  • কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হিসেবে ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন।
  • ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৯৩০টি চার মেরেছেন।
  • ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাসের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৯২ রানের রেকর্ড গড়েন।


টি-টোয়েন্টি ক্রিকেটে তামিমের রেকর্ড


অভিষেক: ১ সেপ্টেম্বর, ২০০৭, কেনিয়ার বিপক্ষে, নাইরো

বিশেষ টি-টোয়েন্টি: ৯ মার্চ, ২০২০, জিম্বাবুয়ের বিপক্ষে, মিরপুর

মোট ম্যাচ: ৭৮ টি-টোয়েন্টির ৭৮ ইনিংসে ১৭৫৮ রান

সেঞ্চুরি: ১টি

হাফ-সেঞ্চুরি: ৭টি

গড়: ২৪.০৮


  • টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান। ২০১৬ সালে বিশ্বকাপে ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রান করেন।
  • টি-টোয়েন্টির যেকোনো সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। ২০১৬ সালের বিশ্বকাপে ৬ ইনিংসে ২৯৫ রান করেন।
  • টি-টোয়েন্টিতে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড রয়েছে তার। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩২ রানের জুটি গড়েন।


অধিনায়ক হিসেবে তামিম


  • টেস্টে এক ম্যাচে নেতৃত্ব দেন তামিম। তবে সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়।
  • ওয়ানডেতে ৩৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন। তার অধীনে বাংলাদেশ ২১টি ম্যাচ জিতেছে, ১৪টি ম্যাচ হেরেছে এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
  • টি-টোয়েন্টিতে তামিম কখনো অধিনায়কত্ব করেননি।


তিন ফরম্যাটে তামিমের কৃতিত্ব


  • আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি করেছেন।
  • তিন ফরম্যাটেই বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরির মালিক।
  • তিন ফরম্যাটে সর্বোচ্চ ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন তামিম।

৭ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন