Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

সাকিবের চোট কতটা গুরুতর?

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়েন। রাচিন রাবিন্দ্রার বলে একটি সিঙ্গেল রান নিতে গিয়ে বাঁ-পায়ের উরুর মাংশপেসিতে টান লাগে তার। ওই সময় ফিজিও মাঠে নেমে সাকিবের শুশ্রূষাও করেন দলের ফিজিও।


এরপরও ব্যাট করেন সাকিব। ৪০ রান করে আউট হন। বোঝাই গিয়েছিলে, উরুর সেই চোটের কারণে দ্রুত রান নিতে গিয়ে আউট হয়েছিলেন। আবার এরপর

বোলিংয়ে নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করেন তিনি। বোলিং শেষ করেই মাঠ ছেড়ে যান বাংলাদেশ অধিনায়ক।


পরে জানা যায়, সাকিব আল হাসানকে স্ক্যান করতে হাসপাতালে পাঠানো হয়েছে। সেই স্ক্যান রিপোর্ট এখনো জানা যায়নি। স্ক্যানে কী ধরা পড়ে, তারওপরই মূলত নির্ভর করছে সাকিবের চোট কতটা গুরুতর। তিনি দ্রুতই ভালো হয়ে উঠবেন, নাকি তার সুস্থ হয়ে উঠতে সময় লাগবে?


বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘সাকিবের চোট লেফট কোয়াডে (বাম পায়ের উরুর ওপরের দিকে)। স্ক্যানিংয়ের জন্য ম্যাচের পরই ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে ওর চোট গুরুতর কিনা।’


চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচে এসে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসতে পারেননি সাকিব। তার পরিবর্তে কথা বলতে আসেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 


এ সময় তিনি জানায়, সাকিবকে হাসাপাতালে স্ক্যান করার উদ্দেশে নেয়া হয়েছে। চোট কতটা গুরুতর তা রিপোর্ট হাতে পাওয়ার পরই বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট।


একই দিনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন সাত মাস পর বাংলাদেশ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও। যে কারণে ৭৮ রান করার পরই তিনি মাঠ ছেড়ে যান।

৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন